উত্তরদিনাজপুর

মঙ্গলবার সকালে ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় পৌর আবাস থেকে এক আবাসিকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার সকালে ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় পৌর আবাস থেকে এক  আবাসিকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।  খরর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ।  আবাসিকের মৃত্যুর কারন খতিয়ে দেখতে তদন্ত শুরু করে ইসলামপুর থানার পুলিশ।  পৌর আবাস সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ এপ্রিল থেকে ইসলামপুর বাস টার্মিনাসস্থিত পৌর আবাসের ২০৬ নম্বর রুমে আবাসিক হিসাবে ছিলেন হুগলী জেলার উত্তরপাড়া এলাকার বাসিন্দা আনুমানিক ৫০ বছর বয়সী কৌশিক রায়।  মঙ্গলবার সকালে দরজা খোলা থাকায় রুম সার্ভিসের ছেলেরা ২০৬ নম্বর রুমে ঢুকে কৌশিকবাবুকে মৃত অবস্থায় দরজার পাশে মেঝেতে পড়ে থাকতে দেখে খবর দেয় কেয়ার টেকার মহঃ ফাইয়াজকে । এরপর ইসলামপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে।  মৃত কৌশিক রায় জর্জ টেলিগ্রাফ কমপ্যারেটিভ ইনস্টিটিউট ইসলামপুরের শাখা প্রবন্ধক পদে কর্মরত ছিলেন।  কৌশিকবাবুর সহকর্মী খবর পেয়ে ইসলামপুরে ছুটে আসেন।  পাশাপাশি জর্জ টেলিগ্রাফ কমপ্যারেটিভ ইনস্টিটিউটের আধিকারিকরাও ইসলামপুরে আসছেন বলে জানা গিয়েছে।  তবে কৌসিকবাবুর মৃত্যু নিয়ে রীতিমতো ধন্দে ইসলামপুর থানার পুলিশ।